ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘আমাদের দ্বারা হচ্ছে না’
Published : Thursday, 28 October, 2021 at 12:00 AM
‘আমাদের দ্বারা হচ্ছে না’অনেক কিছুই চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছুই কাজে লাগছে না। অনেক পথ বের করা হচ্ছে, সেগুলো দিয়ে খুব বেশি দূর যাওয়া যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অসহায় আত্মসমর্পনের পর নাসুম আহমেদের সকল স্বীকারোক্তি, কোনোভাবেই পেরে উঠছেন না তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ধাপ মিলিয়ে পাঁচ ম্যাচ খেলে তিনটিতে হেরেছে বাংলাদেশ। জিতেছে কেবল ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে। প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হারার পর সুপার টুয়েলভের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে। ইংল্যান্ডের বিপক্ষে বুধবার পাত্তাই পেল না মাঠে ছন্নছাড়া চেহারায় থাকা মাহমুদউল্লাহর দল।
বাংলাদেশের ১২৪ রান ইংল্যান্ড পেরিয়ে যায় ৮ উইকেট ও ৩৫ বল বাকি রেখে। দলের হতাশার দিনে তিন বিভাগে কিছুটা লড়াই করতে পেরেছেন কেবল নাসুম। আদিল রশিদের এক ওভারে জোড়া ছক্কার সঙ্গে মেরেছেন একটি চার। বোলিংয়ে নিজের প্রথম ওভারেই নিয়েছেন জস বাটলারের উইকেট। শেষ দিকে নিয়েছেন জেসন রয়ের দারুণ ক্যাচ।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন নাসুম। তার দাবি, চেষ্টায় কোনো কমতি তারা রাখছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।
নাসুম বলেন, “এই উইকেট আসলে বাংলাদেশের মতো না। স্পিনাররা টার্ন পাইনি। আমরা চেষ্টা করেছিলাম, এই রানে যদি লড়াই করতে পারি। হয় নাই আমাদের দ্বারা। প্রত্যেক ম্যাচেই তো আমাদের চেষ্টা থাকে একটা ম্যাচ যাতে বের করতে পারি। অবশ্যই একজন ব্যাটসম্যান বা বোলার ভালো করলে জেতার একটা সম্ভাবনা থাকে। একটা কথা বারবার বলছি, আমরা চেষ্টা করছি, আমাদের দ্বারা হচ্ছে না।”
চেষ্টা করতে গিয়ে কোথায় আটকে যাচ্ছেন বা কেন হচ্ছে না, সেসবের গভীরে যেতে পারলেন না বা গেলেন না নাসুম।
তিনি আরো বলেন, “পারছি না বলতে, সেটা না, আমাদের দ্বারা হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালোভাবে বাস্তবায়ন করতে পারছি না। নামার আগে লক্ষ্য ছিল, এই রান নিয়ে যেন জিততে পারি। বাইরে থেকে অনেক কিছু মনে হয় কিন্তু ভেতরে অন্যরকম।”