নগরীতে অস্ত্রহাতে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
Published : Friday, 29 October, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা নগরীতে প্রকাশ্যে অস্ত্রহাতে সম্পত্তি দখলের চেষ্টার
অভিযোগ উঠেছে আবদুল বারেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তার বিরুদ্ধে
কুমিল্লা কোতয়ালী থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা
গেছে। গত সোমবার সকালে কুমিল্লার নগরীর মনোহরপুর এলাকার জিলা স্কুলের
বিপরীতে ফরচুন টাওয়ার নামে একটি বহুতল ভবনে প্রকাশ্যে অস্ত্রহাতে সম্পত্তি
দখলে চেষ্টা করে। যার সিসি টিভি ফুটেজ রয়েছে। বারেক কুমিল্লার নগরীর নজরুল
এভিনিউ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী মনোহরপুর এলাকার
আলকাছ মিয়ার ছেলে মো. ওয়াসিম কুমিল্লা কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ
করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আবদুল বারেক গত ২৫ অক্টোবর
সকাল সাড়ে ৯টায় টায় তার ছেলে রুবেল (২৮), সুমন (২৯) এবং আরও কিছু অজ্ঞাত
ব্যক্তি নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখলের জন্য ফরসন টাওয়ার প্রবেশ করে অস্ত্র
হাতে। ভয়ে আতঙ্কে ডাক চিৎকার করে ওয়াসিমসহ তার পরিবারের সদস্যরা। এক
পর্যায়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরী
সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। খরব পেয়ে পুলিশ
ঘটনাস্থলে আসে।
অভিযোগকারী মো. ওয়াসিম জানায়, অভিযুক্ত বারেক আর আগেও
একাধিকবার সম্পত্তি দখলের চেষ্টায় ওই বহুতল ভবনে হামলা করে। গত সোমবার
অভিযুক্ত বারেক অস্ত্র হাতে আবারও হামলা চালায়।