ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা
Published : Friday, 29 October, 2021 at 12:00 AM, Update: 29.10.2021 1:41:17 AM
ব্রাহ্মণপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার ও টাটেরা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফার্মেসী দোকানে অনুমোদনহীনভাবে চিকিৎসা সেবা দেওয়া ও অপর এক প্রতিষ্ঠান হাড় ভাংগা চিকিৎসালয়ে অনুমোদনহীনভাবে এক্সরে অপারেট করায় দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।   জানা যায়, উপজেলার ব্রাহ্মণপাড়া সদরের দক্ষিণ বাজারে মা মেডিকেল হলের স্বত্তাধিকারী জনাব এম এ হাশেম (৩৭) এর কাছে এলোপ্যাথি চিকিৎসার ব্যবস্থাপত্র পাওয়া যায়। বিএমডিসি আইন, ২০১০ অনুযায়ী এম এ হাশেমকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়৷  অপরদিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা এলাকার টাটেরা হাড় ভাংগা চিকিৎসালয়ে অনুমোদনহীন ভাবে এক্সরে মেশিন চালানো, মেডিক্যাল টেকনোলজিস্ট না হয়েও মেডিক্যাল টেকনোলজিস্ট পরিচয় দেওয়া ও এক্সরে রুমের জন্য প্রয়োজনীয় সতর্কতা পদক্ষেপ না নেওয়ার কারণে মোঃ কামাল উদ্দিন ভুইয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।