টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে অন্যতম শক্তিশালী দল ভারত। তবে টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো হয়নি বিরাট কোহলির দলের। রোহিত শর্মা, কে এল রাহুল, জাশপ্রীত বুমরাহ, মোহম্মদ শামির মতো বিশ্বমানের ক্রিকেটার থাকা সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে রবিবার কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হয় টিম ইন্ডিয়াকে। বাবর আজমের দলের কাছে একেবারে ১০ উইকেটে উড়ে যায় ভারত।
৬ দিন বিশ্রামের পর চলতি বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে কোহলির দল। ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টায়। তবে বল মাঠে গড়ানোর আগেই টিম ইন্ডিয়াকে হুঙ্কার দিয়ে রেখেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। তিনি নাকি শাহিন শাহ আফ্রিদিকে দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং ভারতের বিরুদ্ধে রবিবার বাইশ গজের যুদ্ধে বাঁহাতি পাকিস্তানি পেসারের মত টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিতে চান।
তবে কিউই পেসারের এমন হুমকিতে মোটেও বিচলিত নন বিরাট কোহলি। বরং 'ডু অর ডাই' ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক।
এই বিষয়ে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, "আমরাও আন্তর্জাতিক মঞ্চে অনেক বছর ধরে খেলছি। বিশ্বমানের বোলারদের মোকাবিলা করা আমাদের কাছে নতুন নয়। ট্রেন্ট বোল্ট যদি শাহিন শাহ আফ্রিদিকে উদ্বুদ্ধ হয়ে থাকে, তাহলে আমরাও ওর উপর পাল্টা হামলা করার জন্য আত্মবিশ্বাসী। কারণ ওর বিরুদ্ধে অতীতে অনেক খেলেছি।"