ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ
Published : Monday, 1 November, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। রোববার দূপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারকে নগদ ১২ হাজার টাকা, ৪ বান্ডেল ঢেউ টিন বিতরণ  করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাপদর সার্বিক তত্ত্বাবধানে ঢেউ টিন ও নগদ টাকা বিতরণ করা হয়।
রোববার দুপুরে বুড়িচং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ৪ বান্ডেল ঢেউ টিন ও নগদ ১২ হাজার টাকা দুই পরিবারের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আফরিন আক্তার, আলহাজ্ব মোঃ শাহ আলম চেয়ারম্যান,  আলহাজ্ব মোঃ আব্দুর রহমান রব চেয়ারম্যান,  আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম চেয়ারম্যান,  মোঃ ফজলুল হক মুন্সি চেয়ারম্যান, মোঃ আব্দুল করিম চেয়ারম্যান ও মোঃ মোস্তফা কামাল সহ বিভাগীয় বিভিন্ন কর্মকর্তাগই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ হভপঠা ১০ ডিসেম্বর বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়পনর মাধবপুর গ্রামে অগ্নিকাণ্ডের ফলে মোঃ আব্দুর রহিম ও আব্দুর ছাত্তার নামে দুই ব্যক্তির বাড়ি ঘর মালামাল নগদ টাকা পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়।