এক বগি থেকে আরেক বগি লাফাতে গিয়ে প্রাণ গেলো শিশুর
Published : Monday, 1 November, 2021 at 12:00 AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পথশিশু মারা গেছে। তার বয়স আনুমানিক ১০ বছর।
রোববার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যান্টনমেন্ট স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটলের ছাদে এক বগি থেকে অন্য বগিতে লাফ দিতে গিয়ে নিচে পড়ে যায় শিশুটি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট স্টেশনে এসে থামার আগে ওই শিশু এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য লাফ দেয়। এসময় পা পিছলে সে নিচে পড়ে গেলে দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম বলেন, চবির শাটল ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সম্ভবত টোকাই হবে। আমরা তাদের ছাদে উঠতে অনেকভাবে নিষেধ করি। কিন্তু তাদের বোঝানো যায় না।
এর আগে শনিবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম রেলস্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মনুজা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। ওই বৃদ্ধা পেশায় একজন ভিক্ষুক ছিলেন।