মেঘনায় স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন
Published : Monday, 1 November, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার মেঘনায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সকাল সাড়ে নয় টায় মানিকারচর বাজারে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) হারন অর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াসমিন (চশমা প্রতীক) অভিযোগ করেন, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মো: জাকির হোসেন আমাদের সমর্থক ও কর্মীদের নানা ভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করছেন। নির্বাচনী সভাগুলোতে প্রকাশ্যে হামলা-মামলার ভয় দেখিয়ে সাধারণ ভোটারদের আতষ্কিত করছেন।
আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হারন অর রশিদ অভিযোগ করেন, নৌকার প্রার্থী তার নির্বাচনী সভায় প্রকাশ্যে বলে বেড়াচ্ছে, আইজিপি নাকি তার নৌকা প্রতিক পাওয়ার জন্য মনোনয়ন বোর্ডে সুপারিশ করেছেন। ডিআইজি তার সাথে দেখা করতে আসলে নাকি পাঁচ মিনিট অপেক্ষা করতে হয়। এসব বলে সাধারণ ভোটারদের আতষ্ক করছেন। নৌকা প্রার্থীর এসব বক্তব্যের ভিডিও রেকর্ড পুলিশ হেডকোয়াটারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরকে লিখিতভাবে জানিয়েছি।
সংবাদ সম্মেলনে আরেক স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াসমিনের স্বামী মোঃ তাজুল ইসলাম অভিযোগ করেন, নৌকা প্রতীক পাওয়া মো: জাকির হোসেন এই ধরনের কথাবার্তা বলে একদিকে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে অপরদিকে এলাকায় ভোটারদের মাঝে আতষ্ক বিরাজ করছে।
আমরা সুষ্ঠু নির্বাচন এবং আমাদের পরিবার ও কর্মীসমর্থকদের নিরাপত্তার দাবী জানাচ্ছি। পরে সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন স্বতন্ত্র প্রার্থী
ও তাদের সমর্থকরা।এবিষয়ে জানতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: জাকির হোসেনের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করেও সংযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর কুমিল্লার মেঘনা উপজেলায় ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।