যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের পরবর্তী মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক পুলিশ ক্যাপ্টেন এরিক অ্যাডামস। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত এবারের নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে ওঠে পুলিশ ও অপরাধের বিষয়ে প্রার্থীর অবস্থান। এমন অবস্থায় এক সাবেক এক পুলিশ কর্মকর্তাকেই নির্বাচিত করেছে নিউ ইয়র্কের ভোটাররা।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর নিউ ইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হতে যাচ্ছেন এরিক অ্যাডামস। আইন শৃঙ্খলা ইস্যুতে সংক্ষিপ্ত অবস্থান নিয়ে ডেমোক্র্যাট পার্টির প্রাথমিক নির্বাচনে প্রথম জয় পান তিনি। অপরাধ এবং পুলিশ কর্মকর্তা হিসেবে অভিজ্ঞতার কারণে নির্বাচনি প্রচারণায় বিরোধী রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিয়ার আক্রমণের মুখে পড়েন তিনি।
তরুণ বয়সে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হয়ে এক পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার হন এরিক অ্যাডামস। পরে তিনি পুলিশ কর্মকর্তা হয়ে পুলিশ বিভাগের কঠোর সমালোচক হয়ে ওঠেন তিনি। কৃষ্ণাঙ্গ কর্মকর্তাদের পক্ষে এবং অন্যায় আচরণের বিরুদ্ধে সরব থেকেছেন তিনি। তবে পুলিশে অর্থায়ন কমিয়ে তা দিয়ে অপরাধের মূল কারণ নিরসনে দেওয়া প্রস্তাবের বিরোধিতা করেছেন অ্যাডামস।
গত বছর কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের ছোট-বড় সব শহরেই মূল ইস্যু হয়ে ওঠে পুলিশ ও অপরাধ। কখন আর কোথায় পুলিশ প্রয়োজন তা কেন্দ্র করে বিতর্ক শুরু হয়।