ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৫ নং ওয়ার্ডে উপ-নির্বাচন
কাউন্সিলর পদে বিজয়ী রায়হান
নিজস্ব প্রতিবেদক
Published : Tuesday, 2 November, 2021 at 7:25 PM, Update: 02.11.2021 8:35:34 PM
কাউন্সিলর পদে বিজয়ী রায়হানকুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে সৈয়দ রায়হান আহমেদ জয়ী। মঙ্গলবার (২ নভেম্বর) উৎসবমখর পরিবেশ কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণায় ট্রাক্টর প্রতীকে সৈয়দ রায়হান আহমেদ ৩ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মিষ্টিকুমড়া প্রতীকের আনোয়ার হোসেন মিঠু পেয়েছেন ৭৪২ ভোট। আরেক প্রতিদ্বন্ধি ঘুড়ি প্রতীকের ইকবাল হোসেন ভূইয়া পেয়েছেন ২৩ ভোট।
এ নির্বাচনকে ঘিরে শুরু থেকে প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছিল। ভোটেরদিন মঙ্গলবার সকাল থেকেই মোগলটুলিতে মহিলা ভোটারদের কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে ব্যাপক ভিড় দেখা গেছে। এছাড়াও পুরাতন চৌধুরীপাড়ায় রিয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও পুরুষ ভোটারদের স্বত:স্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরীর ৫ নম্বর ওয়ার্ডে ৮ হাজার ৫৯৬ জন ভোটার রয়েছেন, যার মধ্যে ৪ হাজার ২৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৩৫৭ নারী ভোটার।
গত ৩১ আগস্ট অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন নগরীর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটু। তার মৃত্যুতে শূন্যপদে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।