ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বকাপে করোনা-বিধি ভেঙে নিষিদ্ধ আম্পায়ার!
Published : Wednesday, 3 November, 2021 at 12:49 PM
বিশ্বকাপে করোনা-বিধি ভেঙে নিষিদ্ধ আম্পায়ার!টি-টোয়েন্টি বিশ্বকাপে করোনা-বিধি ভাঙার শাস্তি কাউকে পেতে দেখা যায়নি। মাইকেল গফের কল্যাণে দেখা গেলো তেমন নজির! জীবানু সুরক্ষিত বলয় ভাঙার অপরাধে ৬ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই ইংলিশ আম্পায়ারকে।

বিশ্বকাপের মতো আসরে করোনা বিধি মানার কথা কঠোরভাবেই। কিন্তু মাইকেল গফ কারো অনুমতি না নিয়েই নির্ধারিত হোটেল থেকে বাইরে গিয়েছিলেন। ফলে ৩১ অক্টোবর তার দায়িত্ব পালনের কথা থাকলেও শাস্তির কারণে ওই ম্যাচে দাঁড়াতে পারেননি। দুবাইয়ে সেদিন ভারত-নিউজিল্যান্ড ম্যাচে তার দায়িত্ব সামলান মারাইস এরাসমুস। শাস্তিটি কার্যকর করা হয়েছে ২৮ অক্টোবর থেকে।

আইসিসির এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘বায়ো সিকিউরিটি এডভাইসরি কমিটি ৬ দিনের জন্য মাইকেল গফকে আইসোলেটেড থাকতে বলেছে। যেহেতু তিনি করোনা-বিধি ভেঙেছেন।’

বিধি ভাঙায় গফকে করোনা পরীক্ষার মধ্য দিয়েও যেতে হয়েছে। দুটি পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। গতকাল তৃতীয় পরীক্ষা হয়েছে। তাতে নেগেটিভ হলেই তিনি আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়াতে পারবেন।

গফের পরবর্তী ম্যাচ নির্ধারিত রয়েছে ৪ নভেম্বর। আবুধাবিতে সেদিন মুখোমুখি শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ।