বিধ্বংসী গাপটিলের ৭ রানের আক্ষেপ
Published : Thursday, 4 November, 2021 at 12:00 AM
দারুণ
শুরুর পর হঠাৎ ছন্দপতন হয়েছিল নিউ জিল্যান্ডের। দুবাইয়ে স্কটল্যান্ডের
বিপক্ষে মার্টিন গাপটিল খোলস থেকে বেরিয়ে পড়েন এবং একের পর এক বল পিটিয়ে
রানের গতি বাড়ান। সেঞ্চুরি থেকে হাতছোঁয়া দূরে থেকে তার ইনিংস শেষ হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা জোরদার করতে নিউ জিল্যান্ডকে
১৭২ রান ডিফেন্ড করতে হবে, তারা ৫ উইকেটে এই রান করেছে।
প্রথম ওভারে ১৩
আর চতুর্থ ওভারে ১২ রান, উড়ন্ত সূচনা হয়েছিল নিউ জিল্যান্ডের। দ্বিতীয়
ওভারে মাত্র ১ রান দেওয়া সাফিয়ান শরীফ পঞ্চম ওভারে বল হাতে নিয়েই বাজিমাত
করেন। ড্যারিল মিচেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। আম্পায়ার আহসান রাজা
তর্জনী তুললে কিউই ওপেনার রিভিউ নেন। লাভ হয়নি, ১১ বলে ১৩ রানে বিদায়
মিচেলের।
তিন বল কোনোরকমে ঠেকিয়ে চতুর্থ বলে শরীফের বলে উইকেটকিপার
ম্যাথু ক্রসের গ্লাভসবন্দি কেন উইলিয়ামসন (০)। স্কোর ৩৫ থাকতেই নেই ২
উইকেট। এই ধাক্কাকে খুব একটা পাত্তা দেননি আরেক ওপেনার মার্টিন গাপটিল।
পাওয়ার প্লের শেষ অর্থাৎ ষষ্ঠ ওভারে ছয় ও চারে ১৬ রান তোলেন। পাওয়ার প্লেতে
সংগ্রহ ২ উইকেটে ৫২। উইলিয়ামসনের পরে নামা ডেভন কনওয়েকে ৩ বল খেলে ১ রানের
বেশি করতে দেননি ওয়াট, ক্রসের গ্লাভসে ধরা পড়েন। একটু ধাক্কা লেগেছিল
কিউইদের ব্যাটিং লাইনে, পরের বাউন্ডারি আসে ২৪ বল পর। ৫.৪ ওভারে প্রথম
পঞ্চাশ করা নিউ জিল্যান্ডের দলীয় একশ হয় ১২.৪ ওভারে। তার দুই বল আগে
টি-টোয়েন্টিতে নিজের ১৫০তম ছক্কা মেরে ৩৫ বলে হাফ সেঞ্চুরি করেন গাপটিল।
তারপরও
দারুণ সব শটে স্কটল্যান্ডকে হতাশ করতে থাকেন গাপটিল। গ্লেন ফিলিপসের সঙ্গে
একশর বেশি জুটি গড়ার পথে আরো তিনটি ছক্কা মারেন তিনি। মনে হচ্ছিল দুইশ
হয়েই যাবে, সঙ্গে গাপটিলের তৃতীয় সেঞ্চুরিও। কিন্তু ১৯তম ওভারে জোড়া আঘাত
হানেন ব্র্যাড হুইল। পর পর দুই বলে ফিলিপস ও গাপটিলকে ফেরান।
গ্রিভসকে
ডিপ মিডউইকেটে ক্যাচ দেন ফিলিপস, ৩৭ বলে করেন ৩৩ রান। ভাঙে ১০৫ রানের জুটি।
পরের বলে লং অনে উড়িয়ে মেরেছিলেন গাপটিল, ম্যাকলিওড তা ধরে ফেলেন সীমানা
পের হওয়ার আগেই। ৫৬ বলে ৬ চার ও ৭ ছয়ে ৯৩ রানের মারকুটে ইনিংস থামে আক্ষেপ
নিয়ে। জেমস নিশাম হ্যাটট্রিক হতে দেননি। বরং শেষ বলে চার মারেন। শেষ ওভারে
শরীফ ৯ রানের বেশি দেননি। স্কটল্যান্ডের পক্ষে শরীফ ও হুইল সর্বোচ্চ দুটি
করে উইকেট নেন।