ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঠিকাদারের গাফলতিকে দুষছেন পথচারীরা মহাসড়কে নির্মাণ সামগ্রী, দুর্ভোগে পথচারী
Published : Thursday, 4 November, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের অংশ সবচেয়ে ব্যস্ততম মহসড়ক। এমনিতেই প্রতিদিন যানজট লেগে থাকে ব্যস্ততম এ সড়কে। তার উপর আবার মহাসড়ক দখল করে পাথর, রড বালুসহ নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। এর ফলে যানজটে পড়ে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই এসব নির্মাণ সামগ্রী রাখা হয়েছে সড়কের ওপরে। ওইসব নির্মাণ সামগ্রীর কারণে পথচারীরা ফুটপাত দিয়ে হাটতে না পারায় সড়ক দিয়েই হাটা-চলা করতে হচ্ছে। এতে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দেবিদ্বার নিউ মার্কেট পান বাজার ভিতরের রাস্তার এক অংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। অপর অংশের নির্মাণ কাজের সামগ্রী গুলো রাখা হয়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপরে একটি অংশে। কোম্পানীগঞ্জ থেকে আসা মোটরবাইক চালক শাহ জালাল দু’পাশে যানজট থাকায় পাথরের ওপরই দিয়ে বাইক নিয়ে চেষ্টা করায় তিনি স্লীপ করে নিচে পড়ে যান। অল্পের জন্য আন্ত :জেলা ট্রাক্টরের নিচে পড়া থেকে রক্ষা পান।     
মো.হোসেন, আবদুস সালাম ও ঈমন খান নামে কয়েকজন পথচারী জানায়, বালু-পাথরে স্লীপ কেটে যেকোন সময় যানবাহন উল্টে যেতে পারে। এ মহাসড়কে প্রতিদিন বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের হাজার হাজার যানবাহন আসা যাওয়া করে এভাবে এ সড়কে নির্মাণ সামগ্রী রাখা ঠিকাদারের অন্যায় হয়েছে। এখানে কোন দুর্ঘটনায় কারও প্রাণহানী ঘটলে এ দায় কে নিবে !   
নিউমার্কেট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন, আবু কালাম, জসিম উদ্দিন সফিকুল ইসলামসহ স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, পান বাজারের রাস্তার নির্মাণ কাজ ঢিলেঢাল ভাবে হওয়ায় দীর্ঘদিন ধরে বাজার ব্যবস্থাপনার কোন কুল-কিনারা খুঁজে পাইনা। কিছু ব্যবসায়ী কাঁচা বাজারের ভিতরে বসেছে আবার কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে বসেছে। ভিতরের বাজারে মানুষ আসা যাওয়া করতে পারছে না, এতে আমরা অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছি। রাস্তার কাজ ধীর গতিতে হওয়ায় বাজারে ভিটি নিয়েও বিশৃংখলা দেখা দিয়েছে। দ্রুত রাস্তাটি নির্মাণ করার দাবি জানিয়েছেন তাঁরা। সড়কের ওপর এভাবে নির্মাণ সামগ্রীর স্তুপ রাখায় যেকোন সময় মোটরবাইকসহ অন্যান্য যানবাহন বালু ও পাথরে দেবে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।  
সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে বলে স্বীকার করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মিলিনিয়াম ডেভলাপমেন্ট’ মালিক বাহার উদ্দিন বাহার। তিনি বলেন,  জায়গা সংকটের কারণে বাধ্য হয়ে মহাসড়কের ওপর নির্মাণ সামগ্রী  রাখা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে কাজ শুরু হবে।
 ট্রাফিক পরিদর্শক মো. নুরে আলম বলেন, যানজট নিরসনে ট্রাফিকের একাধিক টিম কাজ করলেও কোন কাজেই আসছে না। নির্মাণ সামগ্রীর কাছে এসে যানবাহন চলাচল ধীরগতে চলতে হয়। এতে পিছনের দিকে প্রচুর যানবাহন আটকে থাকে।
দেবিদ্বার পৌরসভার ইঞ্জিনিয়ার মো.জাহিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান আগামী দু’তিন দিনের মধ্যে কাজ শুরু করার জন্য বলা হয়েছে। কাজের মান পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লায় ল্যাবে পাঠানো হয়েছে। দু’একদিনের মধ্যে রিপোর্ট এলেই কাজ শুরু হবে।