জেল হত্যা দিবস উপলক্ষে বুড়িচং উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা
Published : Thursday, 4 November, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি : বুড়িচং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৩ নভেম্বর জেল হত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধ সংগঠক জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে পুরো জাতি।
এছাড়াও উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ। শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ আসনের এমপি এডভোকেট আবুল হাসেম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল হাশেম মেম্বার এবং পরিচালনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ আবু জাহের চেয়ারম্যান,অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম সাদক পুর, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু,সহদপ্তর সম্পাদক আলী আহাম্মদ ডিলার, আওয়ামী লীগ নেতা,মাওলানা সুপার সফিকুর রহমান ভূইয়া, আব্দুল জলিল, মোঃ নেয়াজ আলী সর্দার, ফারুক খান মেম্বার,মোঃ আব্দুর রশিদ পেপার, আব্দুল কুদ্দুস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ওবায়দুল হক লিটন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম মেম্বার, মুক্তিযোদ্ধা আনোর হোসেন আনু, বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান খান হিমেল, সহ সাংগঠনিক সম্পাদক রিপন খান, আব্দুস সাত্তার মাষ্টার, মিজানুর রহমান রেজভী, আশিকুর রহমান খান, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূইয়া (বাদশা নাসির)।
আরও উপস্থিত ছিলেন পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মেম্বার, নেতা মোঃ গোলাম মোস্তফা, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আয়ূব আলী মেম্বার, সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক এম আবুল হাসেম, নেতা ডা.শাহীনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভূইয়া, নেতা বাবু, আনিসুর রহমান, রুবেল, মুরাদ হোসেন, ছাত্র লীগ নেতা রবিউল হাসান, শাহাব উদ্দিন সোহাগ ও ইমন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।