ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় আফ্রিকান মাগুর মাছ জব্দ
ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
Published : Thursday, 4 November, 2021 at 12:00 AM, Update: 04.11.2021 12:57:35 AM
ব্রাহ্মণপাড়ায় আফ্রিকান মাগুর মাছ জব্দইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ১৯ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৩ নভেম্বর) সকালে উপজেলার চান্দলা বাজারের মাছের বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মাছ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানাও করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার চান্দলায় মাছের বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ ১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এসব মাছ মজুত ও বিক্রির দায়ে মো. মাসুম বিল্লাহ ও ফরিক চাঁন্দ নামের দুই ব্যবসায়ীকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক বলেন, আফ্রিকান মাগুর মাছ আমাদের দেশে নিষিদ্ধ। এ প্রজাতির মাছ আমাদের দেশীয় মাছ ও পোনা এবং পুকুরের অন্য সব জীব খেয়ে জীববৈচিত্র ধ্বংস করে। যে সকল মাছ পুকুরের অন্য সব জীব খেয়ে জীববৈচিত্র ধ্বংস করে তা আমাদের দেশে আমাদানি, উৎপাদন ও বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা বলেন, ২০১৪ সালে বাংলাদেশ সরকার প্রোটেশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুল ১৯৮৫ এর সংশোধিত ধারায় আফ্রিকান মাগুর মাছের আমদানি, বিপণন ও উৎপাদন নিষিদ্ধ করে। এ প্রজাতির নিষিদ্ধ মাছ উপজেলার চান্দলা বাজারে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে দুই হাজার কারে মোট চার হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। তিনি জানান, এ অভিযান অব্যহত থাকবে।