ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডে এলজিইডি প্রকৌশলীদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
Published : Thursday, 4 November, 2021 at 12:00 AM, Update: 04.11.2021 12:57:46 AM
বার্ডে এলজিইডি প্রকৌশলীদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনীগতকাল ৩ নভেম্বর এলজিইডি প্রকৌশলীদের জন্য আয়োজিত ১৪৪তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ৩ নভেম্বর পর্যন্ত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান, মহাপরিচালক, বার্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল আজিজ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঢাকা। সার্বিক ফলাফল বিবেচনায় ডিজি অ্যাওয়ার্ড লাভ করেন জনাব ইয়াছির আরাফাত রুবেল, সহকারী প্রকৌশলী।
সভাপতির বক্তৃতায় বার্ড মহাপরিচালক বলেন, বার্ডের প্রায়োগিক গবেষণা থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রথম সূচনা। বার্ডের সাথে এলজিইডির সম্পর্ক ঐতিহাসিক। এই প্রশিক্ষণ কোর্স হতে লব্ধ জ্ঞান কর্ম ক্ষেত্রে কাজে লাগিয়ে প্রকৌশলীগণ রূপকল্প ২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দাপ্তরিক কর্মকান্ডে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সভাপতি মহোদয় প্রকৌশলীদের আহবান জানান।
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোহাম্মদ আবদুল কাদের, কোর্সের কোর্স পরিচালক জনাব সালাউদ্দিন ইবনে সাঈদ, যুগ্ম পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি), সহকারী কোর্স পরিচালক জনাব কাজী ফয়েজ আহমেদ, সহকারী পরিচালক, কোর্স সমন্বয়ক জনাব কামরুল হাসান, সহকারী পরিচালক (প্রশিক্ষণ), বার্ড। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ডের অনুষদবৃন্দসহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ৪০ জন প্রকৌশলী।