Published : Thursday, 4 November, 2021 at 12:00 AM, Update: 04.11.2021 12:57:57 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
কুমিল্লার
হোমনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঙ্গলবার ছিল মনোনয়পত্র জমা দেওয়ার শেষ
দিন। এতে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের প্রত্যেকটিতেই আওয়ামী লীগ ও নৌকা
প্রতীকের বিপরিতে একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আপরদিকে বিএনপি সরাসরি নির্বাচনে না গেলেও স্বতন্ত্রভাবেই নির্বাচনে
অংশগ্রহণ করছেন বিএনপি এবং ৪ টিতে জাতীয় পার্টির প্রার্থীরা।
রিটার্নিং
অফিসারদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- ১ নং মাথাভাঙা ইউনিয়নে
আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক বর্তমান চেয়ারম্যান নাজিরুল হক
ভূঁইয়া; বিদ্রোহী প্রার্থী হয়েছেন যুব লীগ নেতা স্বপন খান এবং বিএনপির
সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা। ২নং ঘাগুটিয়া ইউনিয়নে ইউনিয়ন
আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন রনি (নৌকা); বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগ
নেতা ইউনুছ মিয়া স্বাধীন, এবং বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি বিএনপি ও
স্বেচ্ছাসেবক দলের নেতা আমান উল্লাহ। ৩ নং দুলালপুর ইউনিয়নে বর্তমান
চেয়ারম্যান জসীম উদ্দিন সওদাগর (নৌকা); বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগ নেতা
সজিব রানা ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান। ৪ নং চান্দেরচর ইউনিয়নে ইউনিয়ন
আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোজাম্মেল হক (নৌকা); বিদ্রোহী প্রার্থী
বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার মোল্লা এবং
মাওলানা আবদুল কুদ্দুস বিএনপি। ৫ নং আছাদপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ
সভাপতি ছিদ্দিকুর রহমান (নৌকা), বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও
কৃষকলীগ নেতা জালাল উদ্দিন পাঠান এবং সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম
বিএনপি। ৬ নং নিলখী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার
(নৌকা); বিদ্রোহী প্রাথী যুব লীগ নেতা মো. লাখ মিয়া। ৭ নং ভাষানিয়া ইউনিয়নে
আবদুল আউয়াল (নৌকা); তিন জন বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও যুব
লীগ নেতা কামরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ও
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক হোসেন সরকার এবং সাবেক
চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ বিএনপি। ৮ নং ঘাড়মোড়া ইউনিয়নে একেএম
মনিরুজ্জামান (নৌকা); দুই জন বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা মর্তুজা
হাসান ও মৎস্যজীবী লীগ নেতা মোস্তফা কামাল এবং বর্তমান চেয়ারম্যান মো.
শাহজাহান মোল্লা বিএনপি। ৯ নং জয়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাইজুল
ইসলাম মোল্লা (নৌকা); বিদ্রোহী প্রাথী আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ধনু
মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান,
সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে সুষ্ঠুভাবে ৪৬৪ জন প্রার্থীর মনোনয়নপত্র
দাখিল সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে মোট ৫১, সংরক্ষিত সদস্য ৯৬ ও সাধারণ
সদস্য পদে ৩১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বাংলাদেশ
আওয়ামী লীগ ৯, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭, জাতীয় পার্টি ৪, বাংলাদেশ ইসলামী
ফ্রন্ট ১ এবং স্বতন্ত্রভাবে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।