ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
রণবীর ঘোষ কিংকর
Published : Saturday, 6 November, 2021 at 6:05 PM
চান্দিনায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনাকুমিল্লার চান্দিনায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শনিবার (৬ নভেম্বর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে নিজস্ব অর্থায়নে ২৬ জন অবসর প্রাপ্ত শিক্ষকের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালযের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। 

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান।

চান্দিনা উপজেলা শিক্ষা অফিসের আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি ও মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, 

উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ্ আল মামুন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য মো. মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.তানভীর হাসান, চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আলহাজ্ব মো.মনির খন্দকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বক্সী  প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ স্লোগান নিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা, রর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। একই দিনে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এম.পি।