যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মিউজিক ফেস্টিভ্যালে পদদলিত হয়ে ৮ জন মারা গেছেন। শুক্রবারের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হিউস্টন দমকল বিভাগের প্রধান।
যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে হিউস্টনে আয়োজিত বার্ষিক অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালের প্রথমদিনে প্রচুর মানুষ জড়ো হন। মঞ্চে র্যাপার ট্র্যাভিস স্কট অংশ নেওয়া নিলে, মঞ্চের বাইরে ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
হিউস্টনের দমকল বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, ‘আমরা এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া বেশ কয়েকজন আহত হন। তবে তাদের মৃত্যু কীভাবে হলো তা এখনও নিশ্চিত নই’।
তিনি আরও জানান, 'ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ৯টা ৪৫ এর দিকে। মঞ্চের চারপাশে প্রচণ্ড ভিড় হয়। শ্বাস নিতে না পেরে অনেকেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান'।
ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা সদস্য মোতয়েন করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
সূত্র: আল-জাজিরা