ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চেয়ারম্যান পদে ছেলের প্রতিদ্বন্দ্বী মা
Published : Saturday, 6 November, 2021 at 6:46 PM
চেয়ারম্যান পদে ছেলের প্রতিদ্বন্দ্বী মাবগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মা ও ছেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছেলে জুলফিকার হাসান শাওন আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বিহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার মা খালেদা আক্তার ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী।

মা-ছেলে কেনো প্রার্থী হলেন, নির্বাচনে কে জিতবে, কে হারবে এ নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে। তবে ছেলেকে সহায়তার জন্যই মা প্রার্থী হয়েছেন বলে কথা বলে জানা গেছে।

জুলফিকার হাসান শাওন বলেন, ‘বাবা চেয়ারম্যান ছিলেন। তাকে দেখে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল চেয়ারম্যান হওয়ার। এজন্য প্রার্থী হয়েছি। আমার মা চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচন করছেন না। তিনি সব ধরনের প্রচার থেকে বিরত রয়েছেন। ভোটকেন্দ্রে এজেন্ট বেশি রাখার জন্য আমরা এই কৌশল অবলম্বন করেছি।’

শাওনের মা চেয়ারম্যান পদপ্রার্থী খালেদা আক্তার বলেন, ‘আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি, কারণ আমার ছেলের যদি যাচাই-বাছাইয়ে কোনো সমস্যা হতো তাহলে আমি নির্বাচনে থাকতাম। কিন্তু যাচাই-বাছাইয়ে ছেলের কোনো সমস্যা হয়নি। তারপরও আমি চেয়ারম্যান প্রার্থী রয়েই গেছি। আমি কোনো প্রচার-প্রচারণা চালাচ্ছি না। ছেলের জন্য কাজ করছি।’

শাওন ও তার মা ছাড়াও বিহার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মহিদুল ইসলাম (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগনেতা মতিউর রহমান মতিন (মোটরসাইকেল)।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আগামী ১১ নভেম্বর শিবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮২ জনসহ মোট ৫৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।