ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্রাম নিতে সেপটিক ট্যাংকে বসে প্রাণ গেলো গৃহবধূর
Published : Wednesday, 10 November, 2021 at 1:52 PM
বিশ্রাম নিতে সেপটিক ট্যাংকে বসে প্রাণ গেলো গৃহবধূরগাইবান্ধা সদর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে ছাবিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব কোমরনই এলাকায় এই ঘটনা ঘটে। ছাবিনা বেগম ওই এলাকার আবদুর রাজ্জাক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হন ছাবিনা। কিছু সময় পর তিনি বাড়ি ফিরে আঙিনা ঝাড়ু দেন। পরে বিশ্রাম নেওয়ার জন্য আঙিনার পাশের সেপটিক ট্যাংকে বসেন। এ সময় হঠাৎ ট্যাংকের মুখ ভেঙে নিচে পড়ে যান।

পরিবারের লোকজন বিষয়টি টের পেরে রশি দিয়ে তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। 

গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার আবু সাইদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় কেউ কোনও অভিযোগ করেনি।