ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টুইট খুঁজতে অনুসন্ধান বাটন নিয়ে এলো টুইটার
Published : Wednesday, 10 November, 2021 at 1:57 PM
টুইট খুঁজতে অনুসন্ধান বাটন নিয়ে এলো টুইটারটুইটার তার প্রোফাইল পেজে একটি নতুন অনুসন্ধান বাটন যুক্ত করেছে, যার মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারীর টুইটগুলো খুঁজে বের করা সহজ হবে। সোশ্যাল মিডিয়া পরামর্শদাতা ম্যাট নাভারা উল্লেখ করেছেন, টুইটারের নতুন বাটন গত মাসে অল্প সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু হয়েছিল। সম্প্রতি এই পরিষেবাটি আইওএস অ্যাপে বিশ্বব্যপী ব্যাপকভাবে চালু হয়েছে।

নতুন বাটনটি আপনার অনলাইন জীবনকে কিছুটা সহজ করে তুলবে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো এমন একটি নিবন্ধ খুঁজে পেতে চান, যা প্রায় মাস খানেক আগে কেউ টুইট করেছিল; কিন্তু আপনি এর সুনির্দিষ্ট তারিখ মনে করতে পারছেন না। নতুন এই অনুসন্ধান বাটনের মাধ্যমে তা সহজেই খুঁজে পাওয়া যাবে।

সাম্প্রতিক সময়ে টুইটার তার পরিষেবাতে যে নতুন বৈশিষ্ট্য যুক্ত করছে নতুন অনুসন্ধান বাটনটি তার একটি ছোট উদাহরণ মাত্র। গত সপ্তাহে প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী আইওএস ব্যবহারকারীদের জন্য ‘সুপার ফলো টুইটার অ্যাকাউন্ট’ নামে একটি ফিচার চালু করে। এই ফিচারের মাধ্যমে এখন থেকে টুইটার ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাতাদের থেকে বোনাস কনটেন্টে প্রবেশাধিকার পেতে অর্থ প্রদান করতে পারবে। একই মাসে, টুইটার তাদের ব্যবহারকারীদের চ্যাটরুমে অডিও হোস্ট করার সুবিধা চালু করে। এছাড়া টুইটার সম্প্রতি ব্লু সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছে।

সূত্র: দ্য ভার্জ