বরুড়ার বাতিলকৃত ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
মোঃ ইলিয়াছ আহমদ
Published : Thursday, 11 November, 2021 at 6:26 PM
কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নে দুটো খোশবাস উত্তর ও আদ্রা ইউনিয়নে একটি করে চেয়ারম্যান পদে চারটি মনোনয়ন বৃহস্পতিবার হাই কোর্ট বৈধ ঘোষণা করেছে।চিতড্ডা ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বিএনপি স্বতন্ত্র মনিরুজ্জামান জামাল আওয়ামী লীগ স্বতন্ত্র, খোশবাস উত্তর মোঃ ফরহাদ হোসেন আওয়ামী লীগ স্বতন্ত্র আদ্রা ইউনিয়ন রাকিবুল হাসান লিমন আওয়ামী লীগ স্বতন্ত্র এর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। ১২ নভেম্বর প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রার্থীরা জানান। আগামী ২৮ নভেম্বর ২১ ইং বরুড়া উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।