ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম
আবুল কালাম আজাদ
Published : Thursday, 11 November, 2021 at 7:28 PM
মনোহরগঞ্জে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যুবলীগের উপস্থিতি দেখে আমি মুগ্ধ। আজকের উপস্থিতি প্রমান করে মনোহরগঞ্জ উপজেলা যুবলীগ যেকোন সময়ের চেয়ে সুশৃঙ্খল এবং সুসংগঠিত। 
তিনি বলেন যুবলীগকে জাতির জনকের আদর্শে আদর্শিত হতে হবে।মানুষের কল্যাণে কাজ করতে হবে।যা বলবেন,তা করবেন।অন্যায়ের সাথে কোন আপোষ করা যাবেনা।তাহলে আগামী দিনে সফলতা লাভ করবতে সক্ষম হতে পারবে।
মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে উপরোক্ত কথাগুলো বলেন এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি। 
তিনি আরো বলেন যারা দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতা-কর্মীদের চিনতে কষ্ট হয়।তাদেরকে আমরা চিনিয়ে নিতে ভুল করিনা।তাই সকল জনপ্রতিনিধিদের কে দলীয় নেতা কর্মীদের পাশে থাকতে হবে।দলীয় সকল সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।মনোহরগঞ্জে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম
উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ূম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাকির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের উন্নয়ন সমন্বয় কারী ও উপজেলা যুবলীগের সদস্য মোঃকামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীন জিয়া, শফিকুর রহমান, আমির হোসেন,জানে আলম,মহিন উদ্দিন, মাসুদুল আলম,আবুল বাশার,এম এইচ নোমান,উপজেলা ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।