প্রাথমিক শিক্ষক সমিতির কুমিল্লা জেলা কমিটি অনুমোদন
সভাপতি-সাহিদা সাধারণ সম্পাদক- আব্দুল হালিম
Published : Friday, 12 November, 2021 at 12:00 AM, Update: 12.11.2021 12:51:54 AM
স্টাফ
রিপোর্টার।। কুমিল্লায় চান্দিনা নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক সাহিদা আক্তারকে সভাপতি এবং দেবিদ্বার উপজেলাধীন বাগুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম ভূইয়াঁকে সাধারণ
সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ৪ঠা
নভেম্বর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান আতিক এবং
সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদন দেয়া হয়।
কেন্দ্রিয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নতুন অনুমোদনকৃত কমিটিকে
উদ্দেশ্য করে বলেন-মাঠ পর্যায়ে সকল প্রাথমিক শিক্ষকদের নিয়ে উপজেলা ও
ইউনিয়ন কমিটি গঠন করতে এবং সমিতির স্থাবর ও অস্থাবর সম্পত্তি শিক্ষকদের
কল্যানে ব্যয় সহ শিক্ষার গুনগত মান উন্নয়নে অবদান রাখার আহবান ও জানান
তিনি। এদিকে পূর্ব বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোসা.সামছুন্নাহার খুকীকে সভাপতি এবং পশ্চিম কৈলাইন সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য
বিশিষ্ট উপজেলা কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।