ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এক ভোটও পাননি ২ সদস্য প্রার্থী নিজেরাও নিজেদের দেননি
Published : Saturday, 13 November, 2021 at 12:00 AM
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের নির্বাচনে ঘটেছে এক বিরল ঘটনা। এ ইউনিয়নের ২নং ওয়ার্ডে দুই সদস্য প্রার্থী খোকা মিয়া ও দুলাল মিয়া একটি ভোটও পাননি। এমনকি তারা নিজেরা ও স্বজনরা তাদের ভোট দেননি। নিজেদের জয়ী হবার সম্ভাবনা না দেখে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলামকে পরাজিত করার জন্য তারা এ পন্থা অবলম্বন করেছেন বলে জানা গেছে।
তারা সদস্য পদে তাদের পছন্দের প্রার্থী আব্দুল জব্বারকে ভোট দিয়েছেন এবং নির্বাচিত হয়েছেন। নির্বাচনে খোকা মিয়ার প্রতীক ছিল মোরগ ও দুলাল মিয়ার বৈদ্যুতিক পাখা। ফলে তারা দুজনই শূন্য ভোটের রেকর্ড অর্জন করেছেন। তবে তাদের এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি এখন পুরো পীরগাছা উপজেলায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
এলাকাবাসী এবং কোনও ভোট পাওয়া দুই প্রার্থী খোকা ও দুলাল মিয়া জানান, তারা বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন। সেখানে মোট প্রার্থী ছিলেন পাঁচ জন। কিন্তু নির্বাচনের আগের দিন তারা বুঝতে পারেন, তাদের দুজনের কারোরই জয়ী হওয়ার সম্ভাবনা নেই। যদি তারা ভোটে অংশ নেন, তাহলে তাদের প্রধান প্রতিপক্ষ আশরাফুল ইসলাম সদস্য নির্বাচিত হয়ে যাবেন। সে কারণে তারা দুজনেই ঘোষণা দেন তারা নিজেদের ভোট নিজেদের মার্কায় দেবেন না। এমনকি তাদের পরিবারে সদস্যরাও ভোট দেবেন না। বরং তারা নিজেদের ও স্বজনদের ভোট তাদের পছন্দের প্রার্থী আব্দুল জব্বারের ফুটবল মার্কায় দেবেন। সেভাবেই তারা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে প্রচারণা চালান এবং ভোটারদের আব্দুল জব্বারকে ভোট দিতে আহ্বান জানান। শেষ পর্যন্ত আব্দুল জব্বার এক হাজার ৩৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম পেয়েছেন ৯৩১ ভোট।
এ দুই প্রার্থী জানান, তারা ইচ্ছে করেই এ কাজ করেছেন। নিজেদের ভোটটাও বিজয়ী প্রার্থী আব্দুল জব্বারকে দিয়েছেন। তিনি জয়ী হয়েছেন এতেই তারা আনন্দিত বলে জানান।