ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেট্রোরেলের মালামাল চুরির অভিযোগে ৬ জন কারাগারে
Published : Saturday, 13 November, 2021 at 12:00 AM
মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে রাজধানীর তুরাগ থেকে গ্রেফতার করা ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন হাবিবুর রহমান, মারুফুল ইসলাম, বোরহানউদ্দিন, সুরুজ, রুবেল, জহিরুল।
শুক্রবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ দিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর তুরাগ নতুন বাজার খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহা এবং একটি ট্রাক জব্দ করা হয়।
র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে মেট্রোরেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের জিনিসপত্র যেমন: লোহা, ইস্পাত, তার, মেশিন ও খুচরা মালামাল চুরি করে বা কেটে নিয়ে যেত। পরে তা বিক্রি করতো। গ্রেফতার মারুফুল ইসলাম ও বোরহানউদ্দিন রাতের আঁধারে লোহা কেটে রাজধানীর লোহা তৈরির কারখানা বিক্রি করতো। এছাড়া বিভিন্ন ভাঙাড়ি ব্যবসায়ীদের কাছেও এসব চুরির মালামাল বিক্রি করতো তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।’