কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন
কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা
Published : Saturday, 13 November, 2021 at 12:00 AM, Update: 13.11.2021 12:38:08 AM
তানভীর
দিপু: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলায় আগামীকাল রবিবার থেকে শুরু
হচ্ছে এসএসসি পরীক্ষা। করোনা মহামারির কারনে এবছর সংক্ষিপ্ত সিলেবাসে
নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে রবিবার পদার্থ
বিজ্ঞান পরীক্ষা দিয়ে বোর্ডের ২৬৮ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার
আনুষ্ঠানিকতা শুরু হবে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
সূত্রে জানা গেছে, ২০২১ সালে কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী,
ফেণী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট পরীক্ষা দিবে ২ লাখ ২৪
হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়ে ১ লাখ ২৭ হাজার ৪৯১ জন এবং ছেলে
৯৭ হাজার ৩৮৩ জন। এবার পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছিলো ২ লাখ ৩৪ হাজার
৩৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ১ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন এবং অনিয়মিত ২৫
হাজার ৯৮০ জন। বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী কুমিল্লা জেলায় ৭৮ হাজার ৮৩৮
জন এবং সর্বনিম্ন লক্ষীপুর জেলায় ১৯ হাজার ১৩৮ জন। শিক্ষা বোর্ড সূত্রে
জানা গেছে, ইতিমধ্যে সব জেলায় প্রশ্ন ও উত্তর পত্র পৌঁছে গেছে। কেন্দ্রগুলো
নকল মুক্ত রাখতে সকল কেন্দ্র প্রধানের সাথে সভা করে নির্দেশনা দেয়া হয়েছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো:
আবদুছ সালাম জানান, এবছর এসএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে জেলা
প্রশাসন ও কুমিল্লা শিক্ষা বোর্ড ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে
আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। এবছর কুমিল্লা শিক্ষা
বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অংশ নেবে ১ লাখ ১৭ হাজার ৩০৯ জন শিক্ষার্থী।
এর মধ্যে মেয়ে ৫২ হাজার ৯৫৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ৬৪ হাজার ৩৬৪ জন।
কুমিল্লা বোর্ডের ৬ জেলায় ১৯১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।