ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবসর গুঞ্জনে যা বললেন আগুয়েরো
Published : Saturday, 13 November, 2021 at 5:10 PM
অবসর গুঞ্জনে যা বললেন আগুয়েরোএমন কঠিন সময়ের সঙ্গে লড়াই করতে হবে, ঘুণাক্ষরেও ভাবার কথা নয় সের্হিয়ো আগুয়েরোর। ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করে বার্সেলোনায় যোগ দিলেন নতুন চ্যালেঞ্জের আশায়। কিন্তু জীবনে এত বড় ঘটনা ঘটে গেলো যে তার ক্যারিয়ারই পড়ে গেছে হুমকির মুখে। স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন, অবসরে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। যদিও আগুয়েরো শোনাচ্ছেন ইতিবাচক কথা।

বার্সেলোনাকে বেছে নেওয়ার অন্যতম কারণ ছিল বন্ধু লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধবেন বলে। কিন্তু শুরুতেই তার স্বপ্নে ধাক্কা লাগে মেসি ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে পাড়ি জমালে। এর মধ্যে আবার চোটের কারণে মাঠে নামা হচ্ছিল না আগুয়েরোর। সব ঠিকঠাক করে যখন মাঠে ফিরলেন, তখন সামনে এলো অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। খেলার মাঝে বুকে ব্যথা ওঠায় তিন মাসের জন্য ছিটকে যান মাঠের বাইরে।

কাতালুনিয়া রেডিওর খবর, শারীরিক অসুস্থতায় ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আগেভাগেই বুট জোড়া তুলে রাখতে যাচ্ছেন। স্প্যানিশ আরও কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ডাক্তার নাকি আগুয়েরোকে না খেলার পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে তিন মাসের জন্য বিশ্রামে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার অবশ্য অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তিনি ‘সবসময় ইতিবাচক’ আছেন।

অবসর গুঞ্জনের জবাবে আগুয়েরোর টুইট, ‘বাইরে যেসব গুঞ্জন হচ্ছে, তার প্রেক্ষিতে বলবো- আমি ক্লাব চিকিৎসকদের নির্দেশনা, টেস্ট ও চিকিৎসা মেনে চলছি। ৯০ দিনে আমার কী অগ্রগতি, সেটা দেখা হচ্ছে। আমি সবসময় ইতিবাচক আছি।’

বার্সেলোনা ও আর্জেন্টিনার সমর্থকরা ইতিবাচক আগুয়েরোকেই চাইছেন। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কলানির যেমন আশা, শিগগিরই খেলায় ফিরবেন এই স্ট্রাইকার। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে তিনি বলেছেন, ‘কুনের (আগুয়েরো) সঙ্গে আমার কথা হচ্ছে। আমরা একে অন্যের সঙ্গে বার্তা আদান-প্রদান করছি। আমরা খুবই মর্মাহত কারণ ‍সে এমন পরিস্থিতি পার করছে যেটা কেউই চায় না। আশা করছি সে সেরে উঠবে এবং দ্রুত খেলায় ফিরবে।’

৩০ অক্টোবর মাত্র দ্বিতীয় লা লিগা ম্যাচে নেমেছিলেন আগুয়েরো। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ওই ম্যাচে হঠাৎই বুকে ব্যথা ও মাথা ঘুরে যায় তার। মাঠেই তার প্রাথমিক চিকিৎসা হয়, পরবর্তী হাসপাতালে তার কার্ডিওলজিক্যাল টেস্ট হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বার্সেলোনা নিশ্চিত করে, ৯০ দিন মাঠের বাইরে থাকতে হবে সাবেক ম্যানসিটি তারকাকে।