ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এ পর্যন্ত ৪৫০ জনের জানাজা-দাফন সম্পন্ন করেছে মানবিক সংগঠনটি
Published : Sunday, 14 November, 2021 at 12:00 AM
বৈশ্বিক মহামারী করোনাকালে প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত অথবা উপসর্গ নিয়ে মারা ব্যক্তিদের জানাজা-দাফন কিংবা শেষকৃত্য সম্পন্ন করতে অবিরাম ছুটে চলেছে কুমিল্লার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘বিবেক’। জীবনবাজি রেখে করোনায় মৃতদের লাশ দাফন বা সৎকারে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে সংগঠনটি। করোনাকালের শুরু থেকে এ পর্যন্ত মারা যাওয়া ৪৫০ জনের জানাজা ও দাফন সম্পন্ন করেছেন বিবেকের সদস্যরা। ২০২০ সালের ১৮ই মে থেকে শুরু করে চলতি বছরের ১০ নভেম্বর (বুধবার) পর্যন্ত সময়ে সংগঠনটির একঝাঁক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে দাঁড়িয়েছেন বিপন্ন মানুষের পাশে। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের শেষ বিদায়ের সাথি হয়েছেন তারা।
মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে সংগঠনের সদস্যরা মহামারীর এ সময়টাতে দাফন, সৎকার ও কবরস্থ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, আলেম-ওলামা ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। যেখানে ছিলনা কোন ধর্ম বর্ণ ও ধনী গরিবের ভেদাভেদ।
সংগঠনের সদস্যরা যেমনি করে মুসলমান মৃতদেহ গোসল শেষে কাফনে মুড়িয়ে জানাজা শেষে কাঁধে তুলে নিয়ে পরম মমতায় কবরে শুয়ে দিয়েছেন; ঠিক তেমনি করে অন্যান্য ধর্মালম্বীদেরও তাদের স্ব স্ব ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শেষ বিদায় দিয়েছেন।
বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু জানান, মহান রাব্বুল আল-আমীনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি- মহামারীর এ সময়টাতে মানবতার পাশে দাড়ানোর সুযোগ করে দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষদের প্রতি- যাদের সহযোগিতা ও সমর্থনে আমরা এ মানবিক কাজ করতে পেরেছি।
 তিনি বলেন, মানবিক-সামাজিক দায় থেকে আমরা এ কাজটি করছি। মৃত ব্যক্তির স্বজন ও জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্বাস্থ্য অধিদফতরের গাইডলাইন মেনে আমরা দাফন বা সৎকার কার্যক্রম সম্পন্ন করছি। করোনা পরিস্থিতিতে একজন মৃত মানুষের শেষ বিদায়ের সকল আনুষ্ঠানিকতা পরিপূর্ণভাবে সম্পন্ন পারছি এটাই বড় প্রাপ্তি, বড় মানসিক প্রশান্তি।