কুমিল্লায় নারীদের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি শীর্ষক কর্মসূচি উদ্বোধন
Published : Sunday, 14 November, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: উচ্চ ফলনশীল বারোমাসি সবজি উৎপাদনের মাধ্যমে সুবিধাবঞ্চিত
নারীদের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে
গতকাল শনিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির
উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিতে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা
ইসরাত।
কর্মশালার বাস্তবায়নকারী সহযোগী পল্লী রেনেসাঁ সংস্থার উদ্যোগে
কুমিল্লা জেলার ১৭ টি উপজেলাতে দুই হাজার ৬শ জন সুবিধাবঞ্চিত নারীদেরকে
উচ্চ ফলনশীল বারোমাসি সবজি চাষের উপর প্রশিক্ষণ দেয়া হবে। প্রত্যেকে ৭ দিন
করে প্রশিক্ষণ করার পর তাদেরকে আর্থিক সহযোগিতার পাশাপাশি বীজ সার কীটনাশক
ঔষধসহ ফসল চাষের সরঞ্জাম সরবরাহ করা হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে
উচ্চ ফলনশীল বারোমাসি সবজি চাষের জন্য কারিগরি সহায়তা প্রদান করা হবে এবং
সবজি চাষের পর বাজারজাতকরণ করার জন্য সংযোগ স্থাপন করে দেয়া হবে। দুই বছরে
৬৫ টি করে ১৩০টি তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ নিভাগের উপ পরিচালক মিজানুর
রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং বিভিন্ন উপজেলা
নির্বাহী কর্মকর্তাগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক
অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. কানিজ তাজিয়া।