ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, নিহত ৬৮
Published : Sunday, 14 November, 2021 at 1:49 PM
ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, নিহত ৬৮ইকুয়েডরের কারাগারে ফের দাঙ্গায় অন্তত ৬৮ বন্দি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২৫ জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উপকূলীয় শহর গুয়াকিলের একটি কারাগারে এই সহিংসতার সূত্রপাত ঘটে। পুলিশ জানিয়েছে, সংঘাত চলাকালে বিস্ফোরক এমনকি বন্দুকও ব্যবহৃত হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে পৃথক দুইটি গ্যাংয়ের সদস্যদের বন্দি রাখা হয়েছিল। একই কারাগার হলেও দুইটি  গ্যাংয়ের সদস্যদের আলাদা উইংয়ে রাখা হয়েছিল। কিন্তু শুক্রবার একটি গ্যাংয়ের বন্দিরা একটি গর্তের মাধ্যমে হামাগুঁড়ি দিয়ে অন্য উইংয়ে গিয়ে তাদের ওপর হামলা চালায়। আকস্মিক এই হামলায় সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কারাগারে শতাধিক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো। টুইটারে দেওয়া বিবৃতিতে নিহতদের স্বজন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইকুয়েডরের প্রেসিডেন্ট দাবি করেছেন, শুধু কারাগারই নয় বরং তার সরকার দেশটির মাদক পাচারকারীদের এলাকাতেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে এজন্য প্রতিবেশী কলম্বিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তা প্রয়োজন।

ইকুয়েডরে কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ নতুন নয়। ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশটির কারাগারগুলোতে সহিংসতায় প্রায় ৩০০ বন্দি নিহত হয়েছে। গত সেপ্টেম্বরেও দেশটির কারাগারে বিবদমান গোষ্ঠীগুলোর সংঘর্ষে কমপক্ষে ১১৬ বন্দি নিহত হয়।