ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপু‌রে এস‌এসসি ও সমমা‌নের পরীক্ষার কেন্দ্র প‌রিদর্শণে ডি‌সি অঞ্জনা খান
মানিক দাস
Published : Sunday, 14 November, 2021 at 5:34 PM
চাঁদপু‌রে এস‌এসসি ও সমমা‌নের পরীক্ষার কেন্দ্র প‌রিদর্শণে ডি‌সি অঞ্জনা খানআজ থেকে সারাদে‌শে শুরু হ‌চ্ছে ২০২১ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষে চাঁদপুর জেলার ৮‌টি উপজেলায় এসএসসি ও সমমানের ৭২টি কেন্দ্রে ৪১ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষা শুরুর প্রথম দিনে সকাল সোয়া ১০টায় চাঁদপু‌রের জেলা প্রশাসক অঞ্জনা খান মজ‌লিশ শহ‌রের হাসান আলী সরকা‌রি উচ্চ বিদ‌্যালয় ও মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় কেন্দ্রসহ বেশ ক‌য়েক‌টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ ক‌রেন।এ সময় তিনি এস এস সি পরীক্ষার কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন। কোনো শিক্ষার্থী  যেন অসুদপায় অবলম্বন না করে সে জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন। সারা দেশের ন্যায় চাঁদপুরে ও এস এস সি ও সমমানের পরীক্ষা গতকাল ১৪ নভেম্বর রবিবার থেকে শুরু হয়েছে ৷ 
এসএসসি চাঁদপুর জেলায়  ৪৪ টি এস এস সি পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা  ৩২হাজার ১শ ৬৩জন। সারা দেশের ন্যায় চাঁদপুরে ও এস এস সি ও সমমানের পরীক্ষা ১৪ নভেম্বর রবিবার থেকে শুরু হয়েছে। এসএসসিতে চাঁদপুর সদরে ৬টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ২শ ২০ জন। হাজীগঞ্জ উপজেলায়  ৯ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩শ ১০ জন। মতলব উত্তর উপজেলায়  ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২ শ’ ৫৬ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬ শ’ ৮ জন, ফরিদগঞ্জ উপজেলার  ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১ শ ৭৭ জন,  শাহারাস্তি উপজেলায়  ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার৬শ ২৫ জন, কচুয়া উপজেলায়   ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭ শ’ ২৯ জন এবং হাইমচর উপজেলায় ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার শ’৩৮ জন।

দাখিল পরীক্ষায় ১৮টি কেন্দ্র : পরীক্ষার্থী ৭ হাজার ১ জন। দাখিলে চাঁদপুর সদরে ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯শ ৯৮ জন। হাজীগঞ্জের ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২১ জন। মতলব উত্তরে ১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩শ’২০ জন। মতলব দক্ষিণে ২ ট কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শ’ ৬ জন।ফরিদগঞ্জে ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ’ ৬৭ জন। শাহারাস্তির ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শ’ ৮১ জন। কচুয়ার ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪ শ’ ৭ জন। হাইমচরের ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শ’১ জন।

এসএসসি ভোকেশনালের ১০ কেন্দ্রে : পরীক্ষার্থী  ১ হাজার ৮শ ৫৫ জন। এসএসসি ভকেশনালে চাঁদপুর সদরে ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ২ জন। হাজীগঞ্জের ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ৮১ জন। মতলব উত্তরে ২ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’৯৩ জন। মতলব দক্ষিণে ১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ শ’ ৮৮ জন। ফরিদগঞ্জে ১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’ ৩৫ জন। শাহারাস্তির ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ জন। কচুয়ার ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’ ১ জন। হাইমচরের ১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ শ’ ৭৬ জন।
জেলা প্রশাসক অঞ্জনা খাঁন মজলিশ এস এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণকা‌লে উপস্হিতি  ছি‌লেন চাঁদপুর সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্ত সানজিদা শাহনাজ ।