ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাহরাইনে এসএসসি পরীক্ষা শুরু
Published : Sunday, 14 November, 2021 at 5:55 PM
বাহরাইনে এসএসসি পরীক্ষা শুরুসারাদেশের মতো পদার্থ বিজ্ঞানের পরীক্ষা দিয়ে বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে বাড়তি নজর দেওয়া হয়।

সারাবিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর প্রথম শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষায় দেশটির বাংলাদেশ স্কুল থেকে মোট ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে নিয়মিত ২৩ জন এবং বাণিজ্যিক বিভাগ থেকে ৪৬ জনের মধ্যে অনিয়মিত ২ জন শিক্ষার্থী রয়েছে।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা বেগম জানান, বিজ্ঞান বিভাগ থেকে ছাত্রের সংখ্যা ১০ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ জন। বাণিজ্যিক বিভাগ থেকে ছাত্রের সংখ্যা ২৭ জন এবং ছাত্রীর সংখ্যা ১৯ জন অংশ নিয়েছে।

এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশ থেকে ৯টি কেন্দ্রের মাধ্যমে মোট ৪২৯ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এবারের পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরে এবং পরীক্ষার সময় তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টা করা হয়েছে।

এছাড়া অটিস্টিক ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে বলে জানা যায়।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মুয়িজ চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা বেগম প্রমুখ।