ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Published : Monday, 15 November, 2021 at 12:00 AM
গতকাল ১৪ নভেম্বর কুমিল্লার কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় ও অনলাইন ‘বুড়িচংয়ে গাছ কেটে নিলেন মাদ্রাসার অধ্যক্ষ’ শীর্ষক যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাড়াতাইয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাও. মো. মিজানুর রহমান। এক প্রতিবাদ লিপিতে জানান- তিনি স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অত্র মাদ্রাসার নামে ওয়াকফকৃত ভূমিতে রোপনকৃত ভবিষ্যত বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে তথা মাদ্রাসায় নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু ছাত্রাবাস’ স্থাপনের অবকাঠামোগত সুবিধার কথা চিন্তা করে একটি পরিপক্ক গাছ কাটা হয়েছে মাত্র। যা বয়সের ভারে নুয়ে পড়ায় এমনিতেই কয়েকদিন পরে কাটা পড়ে যেতো এবং উক্ত গাছ কাটার বিষয়টি মাদ্রাসার সভাপতিসহ অন্যান্যরা অবগত আছেন। এছাড়া, বুড়িচং উপজেলা বন কর্মকর্তা একেএম লুৎফুল্লাহও বিষয়টি সম্বন্ধে বলেন যেহেতু গাছটি কুমিল্লা মিরপুর ভায়া বুড়িচংয়ের মূল সড়কের পাশে অবস্থিত এবং মাদ্রাসা কর্তৃপক্ষের দাবী এটি তাদের জায়গায় অবস্থিত তাই সীমানা নির্ধারণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানান। তদুপরি কতিপয় অধ্যক্ষকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এবং এলাকায় একটি পক্ষ প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জমি নিয়ে সৃষ্ট বেড়াজালে এহেন মিথ্যে সংবাদ প্রকাশ করেছে। যা সঠিক নয়। এছাড়া, ‘বঙ্গবন্ধু ছাত্রাবাস’ স্থাপনে স্থানীয় এমপিসহ এলাকার জনগণ স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ও স্থাপনের পক্ষে তাদের মতামত ব্যক্ত করায় প্রতিপক্ষরা উক্ত মিথ্যে সংবাদ পরিবেশন করে সমাজে বিশৃংখলা সৃষ্টির পায়তারা করছে। যা কারো কাম্য নয়। তাই প্রকাশিত ওই মিথ্যে সংবাদের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।