বুড়িচং বাকশীমূল কাউন্সিলর ভোটে এগিয়ে আ’লীগ নেতা খোরশেদ ঠিকাদার
Published : Monday, 15 November, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি:
আসন্ন কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাউন্সিলর ভোটে আ’লীগ নেতা মো. খোরশেদ ঠিকাদার সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছে।
জানা যায়- বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত ১৩ নভেম্বর শনিবার সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীদের এক কাউন্সিল কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন স্বপনের বাস ভবনে যথাযথ নিয়মে অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে বাকশীমূল গ্রাম থেকে উপজেলা কৃষকলীগের সভাপতি মো. খোরশেদ আলম ঠিকাদার ও বাকশীমুল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রশীদসহ ৩জন চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ভোটে আ’লীগ নেতা মো. খোরশেদ ঠিকাদার সর্বোচ্চ ৩২ ভোট পান। বাকশীমুল ইউপির ৩ এবং ৪ নং ওয়ার্ডের ৮৫ জন কাউন্সিলরের মধ্যে ৮৪ জন অংশ গ্রহণ করে। এর মধ্যে ১ টি ভোট বাতিল হয় ও অপর ১ জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। ৮৩ টি ভোটে মধ্যে উপজেলা কৃষকলীগের সভাপতি ও বাকশীমুল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মো. খোরশেদ আলম ঠিকাদার সর্বোচ্চ ৩২ ভোট পেয়ে সম্ভাব্য আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ওই ওয়ার্ড থেকে মনোনীত হন। উল্লেখ্য, পরবর্তীতে বাকশীমূল ইউনিয়নের অন্যান্য ওয়ার্ড ভিত্তিক অনুষ্ঠিতব্য কাউন্সিলে সার্বিক ভোটে যে প্রার্থী এগিয়ে থাকবে তাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বিবেচিত করা হবে। অনুষ্ঠিত কাউন্সিলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রশীদ ২৯ ভোট পেয়ে দ্বিতীয় ও ২২ ভোট পেয়ে অপর একজন তৃতীয় অবস্থানে রয়েছেন।