বুড়িচংয়ে পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও উপজেলা আওয়মাীলীগ নেতা রেজাউল করিমের বিরুদ্ধে আনিত মিথ্যা অপবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
Published : Monday, 15 November, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. জাকির হোসেন ও উপজেলার আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাদকপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম ছাফর আলীর ছেলে মো. রেজাউল করিমের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদের প্রতিবাদে গত ১৩ নভেম্বর শনিবার বিকেলে পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নবাসীর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
প্রতিবাদ সভায় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, অত্র ইউনিয়নের কিছু স্বার্থান্বেষী মহল ও দুষ্কৃতকারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাতের আধারে মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন করে লিফলেট ও পোস্টার বিতরণ করে। যা তাদের সামাজিক ও আর্থ মর্যাদায় আঘাত হানে। তাদেরকে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈকিভাবে হেয় প্রতিপন্ন করতে এসব অপপ্রচার চালায়।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন আরো বলেন, তিনি বিগত ১০ বছরে চেয়ারম্যান থাকাকালীন সময় থেকে এ পর্যন্ত এলাকার রাস্তা ঘাট, পুল কালভার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকতাঠামোগত উন্নয়ন করেন। এছাড়া, এলাকার ১৫টি মসজিদ মাদ্রাসা, বাহিরের ৫টি মসজিদসহ মোট ২০ টি মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য সহযোগিতা করেন। করোনাকালীন তিনি এলাকার দু:স্থ অসহায় সাধারণ মানুষের পাশে থেকে ব্যাপক সাহায্য সহযোগিতা করেন। তিনি আরো বলেন, আমি নামের জন্য কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যানের কার্যক্রমের পরিচালনা করে আসছি। কোন অর্থের জন্য নয়। অথচ দুর্নীতি পরায়ণ লোকজন আমাদের এ সুনাম থেকে হিংসাত্মক মনোবৃত্তি নিয়ে এহেন মিথ্যে কার্যক্রম চালিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. মিজানুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভুইয়া, মো. আবদুল কাদের, মো. শব্দর আলী, মো. হাজী নওশের আলী, ডা. মো. মুকবুল হোসেন ভুইয়া, মো. মাহাবুবুর রহমান মাসুম, প্যানেল চেয়ারম্যান মো. সুলতান আহাম্মেদ মুন্সী, বাহারুল ইসলাম জহির মেম্বার, মো. জসিম উদ্দীন মেম্বার, মো. সোলেমান পেশকার, নেয়ামত উল্লাহ মেম্বার, মো. ময়নাল হোসেন, আওয়ামীলীগ নেতা মো. ফরিদ আহাম্মদ, মো. আমির হোসেন আর্মি, আ: মান্নান, যুবলীগ নেতা ইকবাল হোসেন, মো. হাসান ভুইয়া, রাশেদুল ইসলাম সুমন, জসিম উদ্দীন, বিল্লাল হোসেন, মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা মো. লিটনসহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার বিপুল সংখ্যক মহিলারা ও উপস্থিত ছিলেন।