ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভিলেজ ডক্টরস সোসাইটির উদ্যোগে সাইন্টিফিক সেমিনার এন্ড ওয়ার্কসপ
Published : Monday, 15 November, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
পল্লী চিকিৎসকদের পেশাদারিত্বের মানোন্নয়ন ও দক্ষতা বাড়াতে কুমিল্লার চান্দিনায় ভিলেজ ডক্টরস সোসাইটির উদ্যোগে সাইন্টিফক সেমিনার ও ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চান্দিনা বাজারে অবস্থিত এপোলো হসপিটালের সৌজন্যে হাসপাতালের ছাদে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে চান্দিনা, বরুড়া এবং দেবীদ্বার উপজেলার প্রায় ৬৫জন পল্লী চিকিৎসক অংশ নেয়।
এসময় পল্লী চিকিৎসক এবং ভিলেজ ডক্টরস সোসাইটির সভাপতি একে আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চান্দিনা এপোলো হসপিটালের প্রতিষ্ঠাতা ডাঃ এস এম বাকী বিল্লাহ, বিশেষ অতিথি সাংবাদিক কাজী রাশেদ, ভিলেজ ডক্টরস সোসাইটির সহ সভাপতি পল্লী চিকিৎসক বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক পল্লী চিকৎসব আবু তালেব ভূইয়া রাসেল, সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক হাবিবুর রহমান রিপন প্রমুখ।