ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে পিকআপ ভ্যান বিতরণ
Published : Monday, 15 November, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নের বালিনা সিআইজি মৎস্যচাষী সমবায় সমিতির মৎস্যচাষীদের মাঝে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক ৭০ভাগ সরকারি ভর্তুকিতে পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট এর আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ এর অনুদান প্রাপ্ত উপপ্রকল্পের এ পিকাআপ ভ্যান হস্তান্তর করা হয়।
গতকাল রোববার বিকেলে পিকাআপ ভ্যানের চাবি সিআইজি মৎস্যচাষীদের মাঝে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক, পরিসংখ্যান কর্মকর্তা অমলেন্দু সূত্রধর প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক বলেন, মৎস্যচাষীদের মৎস্য পরিবহনের ব্যায় খরচ কমানোর জন্য বর্তমান সরকার মৎস্যচাষীদের (এনএপিপি-২) এর আওতায় ৭০ভাগ সরকারি ভর্তুকিতে (এআইএফ-২) এর অনুদান প্রাপ্ত উপপ্রকল্পের এ পিকাআপ ভ্যান সমিতির মধ্যমে মৎস্যচাষীদের মাঝে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা অব্যহত থাকবে।