আইজিপির স্বাক্ষর জাল করে কনস্টেবল নিয়োগে সুপারিশ, আটক ২
Published : Monday, 15 November, 2021 at 12:00 AM
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্বাক্ষর জাল করে কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- ঝালকাঠি সদর থানা এলাকার বিষ্ণু বর্মণ ও বরিশালের কোতোয়ালি থানা এলাকার স্বপন সিংহ।
রোববার (১৪ নভেম্বর) বিকেলে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. কামরুজ্জামান রাসেল জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, আইজিপির স্বাক্ষর জাল করে প্রতারক বিষ্ণু বর্মণ ও স্বপন সিং গত ২১ অক্টোবর কনস্টেবল পদে নিয়োগের জন্য একজন প্রার্থীর পরিচয় উল্লেখ করে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কাছে লিখিত সুপারিশ করেন। সেটি যাচাই করে দেখা যায় ভুয়া। পরে পুলিশ অভিযান চালিয়ে এই প্রতারককে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে কনস্টেবল নিয়োগে তদবির করার অভিযোগে রুমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রুমার স্বামী আসলাম মিয়াকেও গ্রেফতার করা হয়।
সম্প্রতি কনস্টেবল নিয়োগে পুলিশ প্রধানের স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় তদবির করছিলেন রুমা নামের ওই নারী। গত ৭ নভেম্বর দুপুরে তিনি টাঙ্গাইলের পুলিশ সুপারকে ফোন দেন। এ সময় নিজেকে আইজিপির স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল পদে একজন প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন। এছাড়া এসএমএসে ওই প্রার্থীর তথ্য পাঠান। এ ঘটনার বিস্তারিত জানিয়ে জেলা পুলিশ সদর দপ্তরকে অবহিত করে। পরে সদর দপ্তরের এলআইসি শাখা ও প্রযুক্তি বিশ্লেষণ করে জানা যায় এ নারী প্রতারণার সঙ্গে জড়িত।
পরে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার ঘাটারচর এলাকায় তার (রুমা) অবস্থান শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত নয়টার দিকে ঘাটারচর টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুমা ও তার স্বামী আসলাম মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।