ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্যানার টানাতে উঠে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
Published : Monday, 15 November, 2021 at 12:00 AM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার টানাতে বহুতল ভবনে উঠে ছাদ থেকে পড়ে আতিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আরও দুই জন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে আতিক। এই ঘটনায় আহত একজনের নাম মেহেদী (১৭)। অন্যজনের নাম জানা যায়নি। তারা দুই জনই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। মেহেদীর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী তানজিম কবির সজুর ব্যানার লাগাতে কদমতলী এলাকার সাততলা ভবনে ওঠেন ওই যুবকরা। সেখানে উচ্চ ধারণক্ষমতার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যান তারা। ঘটনাস্থলেই আতিকের মৃত্যু হয়।
এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী তানজিম কবির সজু বলেন, ‘ওই ভবনে লাগানো আমার নির্বাচনি ব্যানারটির কিছু অংশ ছিঁড়ে গিয়েছিল। সেটা পাল্টাতে তারা ওই ভবনে ওঠেন। তারপর কী হয়েছে আমি জানি না। তাদেরকে দেখতে হাসপাতালে যাচ্ছি।’
তিনি জানান, আহত মেহেদী তার কর্মচারী। মৃত যুবকের সম্পর্কে তিনি কিছু জানেন না। হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তানজিম কবির।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জন ভবন থেকে পড়ে যান। তাদের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।