টাঙ্গাইলে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইয়ের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানো দুই জন কৃষক আইনুদ্দিন (৬৫) ও তার ছেলে অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৩৩)।
স্থানীয়রা জানান, আনোয়ার তার ব্যাটারিচালিত অটোরিকশাটি বিক্রি করে সোমবার নতুন একটি কেনেন। রাতে অটোরিকশাটি বিদ্যুতের লাইনে চার্জ দিয়ে রাখেন। সকালে চার্জের লাইন খুলতে গিয়ে আনোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার বাবা আইনুদ্দিন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে আনোয়ারের মা বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।