ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাইডেন-জিনপিংয়ের বৈঠকে সংঘাত এড়ানোর ওপর জোর
Published : Tuesday, 16 November, 2021 at 1:51 PM
বাইডেন-জিনপিংয়ের বৈঠকে সংঘাত এড়ানোর ওপর জোরপারস্পরিক তিক্ততা দূর এবং বোঝাপড়া সুদৃঢ় করতে ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় গতকাল সোমবার বিশ্বের ক্ষমতাধর দেশ দু’টির প্রেসিডেন্ট এই ভার্চ্যুয়াল বৈঠকে মিলিত হন।

বৈঠকে যোগাযোগ জোরদার করা এবং সংঘাত এড়িয়ে চলতে একে অন্যের প্রতি আহ্বান জানান তারা। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। 

খবরে বলা হয়েছে, বৈঠকে হোয়াইট হাউস থেকে বাইডেন চীনের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, দুই দেশের মধ্যে প্রতিযোগিতা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যেন সংঘাতে রূপ না নেয়, তা নিশ্চিত করতে হবে। শির সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান বাইডেন।
বেইজিং থেকে শি জিনপিং বলেন, উভয় দেশ বহু চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তিনি প্রেসিডেন্ট বাইডেনকে ‘নিজের পুরোনো বন্ধু’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী এই দুই পরাশক্তিকে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, চীনের সঙ্গে প্রতিযোগিতামূলক শর্ত নির্ধারণের একটি সুযোগ হল এ বৈঠকে। বৈঠকে বেশি গুরুত্ব পেয়েছে তাইওয়ান ইস্যু। বাইডেন বৈঠকের সুযোগকে কাজে লাগিয়ে তাইওয়ানের সঙ্গে চীনের চলমান উত্তেজনা নিরসনের চেষ্টা করেছেন।