Published : Wednesday, 17 November, 2021 at 12:00 AM, Update: 17.11.2021 1:14:40 AM
তানভীর দিপু:
এইচএসসি
পরীক্ষার্থীদের টিকা প্রদানের মধ্যদিয়ে আজ থেকে কুমিল্লায় শুরু হচ্ছে
শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দান কর্মসূচী। কুমিল্লা জেলায় মোট ৪১
হাজার এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। জেলা শিক্ষা অফিস
সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর থেকে শুরু করে ২৫ নভেম্বর পর্যন্ত প্রথম ধাপে
এই টিকা প্রদান চলবে। শুরুর দিনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
কেন্দ্রে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত টিকা নেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি
কলেজের ১ হাজার ২ শ ৬৫ জন এবং কুমিল্লা সরকারি কলেজের ৮ শ ৯৮ জন
পরীক্ষার্থী এবং দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত সরকারি মহিলা কলেজের ১ হাজার ৩
শ ২৮ জন পরীক্ষার্থী টিকা নিবে। পরবর্তীতে ধাপে ধাপে ১৫৬ টি কলেজের
পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
কুমিল্লা জেলা শিক্ষা অফিসার
ইউনুস ফারুকী জানান, ১৭ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেয়া
শুরু হচ্ছে। সবাই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র থেকে নির্ধারিত
তারিখ ও সময়ে এসে টিকা নেবেন। রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে আসলেই পরীক্ষার্থীরা
টিকা পাবেন। পরবর্তীতে তাদের টিকার তথ্য সুরক্ষা এ্যাপসে নিবন্ধ করে নেয়া
হবে।
তিনি আরো জানান, পরীক্ষার্থী ছাড়াও কুমিল্লা জেলার বিভিন্ন স্কুল
কলেজ মাদ্রাসায় ২ লাখ ৩২ হাজার সাধারণ শিক্ষার্থীদের টিকার চাহিদা
স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এই বিপুল পরিমান শিক্ষার্থীদের টিকা দান
পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ ও স্বাস্থ্য বিভাগ।
কুমিল্লা সরকারি
কলেজের শিক্ষার্থী কাজী সাদিয়া ইসলাম জানান, কলেজের ফেসবুক পেইজের নোটিশে
টিকার কথা জেনেছি। আমাদের সাথের সবাই টিকা নিয়ে খুব উৎসাহী। সময় মত
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্র থেকে টিকা নিতে যাবো।
কুমিল্লা সরকারি মহিলা
কলেজের নজারাতান মজুমদার নিহা জানান, কলেজের ফেসবুক গ্রুপের মাধ্যমে টিকার
তথ্য জেনেছি। আমরা কবে করোনার টিকা পাবো এ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিলো।
অবশেষে টিকা নিতে পারছি জেনে খুব ভালো লাগছে।
কুমিল্লা ভিক্টোরিয়া
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর ভুইয়া জানান, শিক্ষার্থীদের ফেসবুক
গ্রুপের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়া কলেজের নিজস্ব ওয়েবসাইটে টিকা গ্রহনের
সকল তথ্য জানানো হয়েছে। তারপরও যদি কেউ না জেনে নির্ধারিত সময়ে টিকা নিতে
না পারেন তবে ১৭ থেকে ২৫ তারিখের মধ্যে এসে আবেদন করে টিকা নিতে পারবেন।
জেলা
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, সবাই ফাইজারের টিকা নেবেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে আপাতত ১০ টি বুথ থেকে
পরীক্ষার্থীরা টিকা নেবেন। প্রয়োজনে তা বাড়ানো হবে। কুমিল্লা জেলা সিভিল
সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা এবং টিকাদান কর্মীরা এই কর্মসূচী
বাস্তবায়নে সকল প্রস্তুতি নিয়েছেন।