Published : Wednesday, 17 November, 2021 at 11:36 AM, Update: 17.11.2021 11:40:01 AM
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মামুন চৌধুরী মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এসময় তার সমর্থীত লোকজন উপস্থিত ছিলেন। জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে উপজেলার ১নং মাধবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের রানীগাছ গ্রামের কৃতি সন্তান মামুন চৌধুরী। তিনি কয়েকদিন যাবত ওই ইউনিয়নের মিরপুর, মকিমপুর, রানীগাছ, মাধবপুর, মনগোজ, উত্তর চান্দলা, জামতলীসহ বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। জনবান্ধব সমাজসেবক মামুন চৌধুরী সামাজিক জীবনে বহু সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি ত্যাজী ও ত্যাগী নেতা হিসেবে মাধবপুর ইউনিয়নবাসীর কাছে সুপরিচিত।
এসময় তিনি ১নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া কামনা করেন। চেয়ারম্যান প্রার্থী মামুন চৌধুরী দীর্ঘদিন থেকে ওই নিজ ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সেবা দিয়ে আসছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মামুন চৌধুরী বলেন, আমার ১নং মাধবপুর ইউনিয়নের মানুষের সুখে, দুঃখে পাশে থেকে সকলের সাথে সম্মিলিত হয়ে মাধবপুর ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে চাই।
এদিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে জানা গেছে, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মামুন চৌধুরীর প্রতি রয়েছে সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসা। তিনি প্রতিনিয়ত এলাকায় ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নেওয়া এবং মানুষের পাশে থাকায় উক্ত ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে এক অন্যরকম আমেজ লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর অভিমত, তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করলে বিপুল ভোটে জয়ী হবে। মাধবপুর ইউনিয়নের প্রতিটি এলাকায় যুগান্তকারী উন্নয়ন হবে বলেও মনে করছেন এলাকাবাসী।