ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রেকর্ড প্রায় তিনশ' কোটি টাকায় বিক্রি হলো ফ্রিদা কাহলোর শিল্পকর্ম
Published : Wednesday, 17 November, 2021 at 11:53 AM
রেকর্ড প্রায় তিনশ' কোটি টাকায় বিক্রি হলো ফ্রিদা কাহলোর শিল্পকর্মমেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর একটি শিল্পকর্ম নিউ ইয়র্কের সুথিবে নিলাম হাউসে রেকর্ড তিন কোটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় তিনশ’ কোটি টাকা। লাতিন আমেরিকার কোনও শিল্পকর্মের এটাই সর্বোচ্চ দাম।এর আগের রেকর্ডটি ছিলো দিয়েগো রিভেরার একটি শিল্পকর্মের। ২০‌১৮ সালে তার একটি শিল্পকর্ম বিক্রি হয় ৯৭ লাখ ৬০ হাজার ডলারে।
ফ্রিদা কাহলোর শিল্পকর্মটির নাম ‘দিয়েগো ই ইয়ো’। এটি তার অন্যতম একটি আত্মপ্রতিকৃতি। ছবিটিতে ছল ছল চোখের কাহলোকে দেখা যায়। আর তার চোখের ওপর রয়েছে তার স্বামী দিয়েগো রিভেরার প্রতিকৃতি।
সুথিবে নিলাম হাউস মঙ্গলবার জানিয়েছে, এই শিল্পকর্মটি এখন পর্যন্ত নিলামে ওঠা কাহলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, শিল্পকর্মটির ক্রেতা হলেন এডুয়ার্ডো এফ. কোসানটিনি। তিনি আর্জেন্টিনায় একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছেন। কাহলোর শিল্পকর্মটি এর আগে সবশেষ ১৯৯০ সালে ১৪ লাখ ডলারে বিক্রি হয়।২০তম শতাব্দির অন্যতম মহান শিল্পী বিবেচিত হয়ে থাকেন ফ্রিদা কাহলো। নিজের অন্তরঙ্গ আত্মপ্রতিকৃতির জন্য বিখ্যাত তিনি। এসব প্রতিকৃতিতে তার বেদনা ও বিচ্ছিন্নতা চিত্রায়িত হয়েছে।১৯০৭ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বেঁচে ছিলেন ফ্রিদা কাহলো। আদিবাসী মেক্সিকান সংস্কৃতি শিল্পকর্মে তুলে এনেছেন তিনি। জীবদ্দশায় নানা শারিরীক যন্ত্রণায় ভুগতে হয়েছে তাকে। শৈশবে পোলিও আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যান তিনি। পরে এক বাস দুর্ঘটনায়ও মারাত্মক আহত হন।