শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার সকল শিক্ষকদের সাথে শিক্ষার মন্নোয়ন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক ড. প্রাণ গোপাল দত্ত এমপি আরও বলেন, চান্দিনাকে শিক্ষার রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষায় পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিতে হবে। সে ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষকরা যথা সময়ে উপস্থিত হয়ে অন্য শিক্ষকদের দিক নির্দেশনা দেন তাতেও শিক্ষার মানোন্নয়ন হবে। চান্দিনার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন করে শিক্ষায় দেশ সেরা হবে চান্দিনা। সার্বিক সহযোগিতায় আমি সর্বদা আপনাদের পাশে আছি।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অব:) এম.এ মুক্তাদির মজুমদার, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের আয়োজনে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.এমদাদুল হক, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু লাল সরকার, চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.জাকির হোসেন, পানিপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. মফিজুল ইসলাম।
উপজেলা সহকারি প্রোগ্রামার মো. সালাউদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মো.আব্দুল মমিন সরকার, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, কুমিল্লা জেলা আওয়ামী লীগ সদস্য মো.মজিবুর রহমানসহ উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ।
পরে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র নিজস্ব অর্থায়নে ৮শতাধিক শিক্ষকদের শুভেচ্ছা উপহার প্রদান করাসহ মধ্যাহ্ন ভোজে অংশ নেন।