দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা ও মতবিনিময়
Published : Saturday, 20 November, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি ||
আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে দাউদকান্দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), আঞ্চলিক নির্বাচন অফিসার (কুমিল্লা অঞ্চল) মো: দুলাল তালুকদার, কুমিল্লা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুঞ্জুরুল আলম।
এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো: আব্দুল রহীম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলাম, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় গৌরীপুর, সুন্দলপুর ও বিটেশ্বর ইউনিয়নে রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার, মারুকা ও জিংলাতলী ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো: সারোয়ার জামান, দাউদকান্দি উত্তর ও গোয়ালমারী ইউনিয়নে উপজেলা সমাজ সেবা অফিসার মো: আল-আমিন, পদুয়া ও পাঁচগাছিয়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সারোয়ার আলম, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম এবং মালীগাওঁ ও মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান অফিসার ও রির্টানিং অফিসার এ.বি.এম. নূরুল্লাহ সাথে ছিলেন। এছাড়াও সভায় দাউদকান্দি উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
তৃতীয় ধাপে দাউদকান্দি উপজেলার ১৫ টি ইউনিয়ের মধ্যে ১২টি ইউনিয়ন দাউদকান্দি উত্তর, সুন্দলপুর, গৌরীপুর, জিংলাতলী, ইলিয়টগঞ্জ উত্তর, মালীগাওঁ, মোহাম্মদপুর পশ্চিম, মারুকা, বিটেশ্বর, পাচঁগাছিয়া, গোয়ালমারী ও পদুয়া ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৩টি ইউনিয়ন বারপাড়া, দৌলতপুর ও ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নে পূর্ণ মেয়াদ শেষ হলে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
এবার দাউদকান্দির ১২ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ২শত ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫ শত ৩৯ জন ও মহিলা ভোটার ৯৫ হাজার ৭ শত ২৬ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ২ জন।