ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফগান নারী ফুটবলারদের ব্রিটেন নিয়ে গেলেন কিম কার্দাশিয়ান
Published : Saturday, 20 November, 2021 at 6:48 PM
আফগান নারী ফুটবলারদের ব্রিটেন নিয়ে গেলেন কিম কার্দাশিয়ানঅবশেষে রিয়েলিটি শো স্টার কিম কার্দাশিয়ান, নিউ ইয়র্কের একজন পাদ্রী এবং ইউকে সকার ক্লাবের সহায়তায় পাকিস্তান থেকে ব্রিটেন গেল আফনারী নারী ফুটবলাররা। এরই মধ্যে তাদের সহায়তা করার প্রস্তাব দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগ ক্লাব ও লিডস ইউনাইটেড। খবর এপি ও বিবিসির।

কার্দাশিয়ানের ভাড়া করা একটি বিমানে ৩০ জনেরও বেশি কিশোরী খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যসহ প্রায় ১৩০ জনকে নিয়ে লন্ডনে পৌঁছান। স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণের পর সরাসরি যেতে হচ্ছে ১০ দিনের কোয়ারেন্টাইনে।

এদিকে,  তালেবানরা আফগানিস্তান দখলের পরে জানিয়ে দিয়েছিল মেয়েদের ফুটবল নিষিদ্ধ করা হচ্ছে না। তবে প্রকাশ্যে আর ফুটবল খেলতে দেওয়া হবে না তাদের। যদি খেলতেই হয়, লোকচক্ষুর আড়ালে খেলতে হবে।
গেল আগস্টে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর ব্রিটেন এবং অন্যান্য দেশগুলো হাজার হাজার আফগান নাগরিককে বিমানে করে দ্রুত সরিয়ে নিয়ে যায়। আরও অনেক আফগান পশ্চিমে পালানোর আশায় স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে চলে যায়।