ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে প্রসূতির মৃত্যু রোগী স্বজনদের হাসপাতাল ভাঙচুর
Published : Saturday, 20 November, 2021 at 12:00 AM, Update: 20.11.2021 12:48:32 AM
দাউদকান্দিতে প্রসূতির মৃত্যু রোগী স্বজনদের হাসপাতাল ভাঙচুরআলমগীর হোসেন, দাউদকান্দি ||
কুমিল্লার দাউদকান্দিতে প্রসূতির মৃত্যর ঘটনায় গৌরীপুর আঙ্গাউড়ায় অবস্থিত মালীকানাধীন ভিক্টোরিয়া হাসপাতালে রোগীর স্বজনরা ব্যাপক ভাঙচুর করেছে।
জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের আক্তার হোসেনের স্ত্রী লাকি আক্তার(৩৩) কে গতকাল বৃহস্পতিবার ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা: সিফাত হোসেন রত্না তাকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করান। কন্যাসন্তানটি সুস্থ্য থাকলেও লাকি আক্তারের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি ভীষণ রকমের অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে লাকি আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত লাকি আক্তারের স্বামী আক্তার হোসেন জানান, আমার স্ত্রীর জড়ায়ূ (ফুল) কেটে ফেলার কারণে অত্যোধিক রক্তক্ষরণ শুরু হয়। পরে ঢাকায় পাঠানো হলে একটি প্রাইভেট হাসপাতালে আমার স্ত্রীর মৃত্য হয়। সংশ্লিষ্টদের কাছে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
সিজার করা ডা: সিফাত হোসেন রত্নাকে হাসপাতালে গিয়ে পাওয়া যায়নি। ফোনে বার বার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এবিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম শোভন জানান, সংবাদ পেয়ে একটি মেডিক্যাল টিম ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করেছেন। তদন্তটিমের লিখিত রিপোর্ট পেলে পুরো বিষয়টি বলতে পারবো।
এদিকে শুক্রবার সকালে ভিক্টোরীয়া হাসপাতাল ভাংচুরের ঘটনায় প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।