ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নেই সাকিব
Published : Wednesday, 24 November, 2021 at 12:00 AM
ফিটনেস প্রমাণ সাপেক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল সাকিব আল হাসানকে। দল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সেই অনিশ্চয়তা কেটে গেল। তবে কোনো সুখবর এলো না। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
হ্যামস্ট্রিংয়ের যে চোট সাকিবের বিশ্বকাপ অভিযান থামিয়ে দিয়েছিল মাঝপথে, সেই চোটই তাকে মাঠের বাইরে রাখছে এখনও।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, এমন খবরের জন্য তারা তৈরিই ছিলেন।
“সাকিবের হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ঠিক হয়নি এখনও। আমরা ধারণা করেছিলামই যে ওকে পাব না প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে পাব কিনা, তা এখনই বলা মুশকিল। ফিজিওর রিপোর্ট আমরা হয়তো পাব রাতে। সেটা অনুযায়ী পরিকল্পনা করতে হবে।”
“কোনো বদলি ক্রিকেটার আমরা দিচ্ছি না। সাকিবকে নিয়ে ঝুঁকি মাথায় রেখেই ১৬ জনের দল দেওয়া হয়েছিল। তার পরও আমরা কালকে চট্টগ্রাম গিয়ে কথা বলব কাল।”
এমনিতেই চোটাক্রান্ত বাংলাদেশ দল আরও ভগ্নশক্তির হয়ে পড়ল সাকিবকে হারিয়ে। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল মাঠের বাইরে আছেন আঙুলের চোট নিয়ে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সোমবার হাতে চোট পেয়ে প্রথম টেস্টের দলে থাকতে পারেননি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আরেক পেসার শরিফুল ইসলামও চোটের কারণে নেই টেস্ট স্কোয়াডে।
চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করছে বাংলাদেশ।